ঈদ আসে , আসে প্রাচুর্য, আসে উচ্ছাস
ভাঙ্গে বদ্ধ দুয়ার, আসে কোমল জলোচ্ছাস ।
মহিমান্বিত খুশীর শীতল পরশে জেগে উঠে লোকালয়
নেমে আসে বেহেস্তি আলোক, কেটে যায় শতভয় ।
নগরে নগরে আন্দোলিত সুকোমল ভালোবাসা
ঘুমন্ত হৃদয়ে জেগে উঠে মানবতা, জাগায় সুপ্ত আশা।
শীতল প্রশান্তি উড়ে বেড়ায় বাতাসে বাতাসে জীবনের সঙ্গে সঙ্গে
কোটি প্রাণ একসাথে রাঙ্গিয়ে যায় মমতার রঙ্গে রঙ্গে ।
ঈদ ! বদলে যাওয়ার দিন, জেগে উঠার দিন প্রত্যয়ে,
ঈদ ! কৃতজ্ঞ হওয়ার দিন মুক্তির পথে নির্ভয়ে ।