অদ্ভুদ এক নগরে বসবাস ,
অবাক দেখি ডাকুদের উল্লাস ,
দেখি যত্রতত্র রক্তের অভিলাষ !
এই নগরের অদ্ভুদ রাত .
রাতে উঠে অদ্ভুদ চাঁদ ,
অদ্ভুদ প্রভাত !
চাঁপা কান্না যেন চারপাশে,
ঘুরে ঘুরে বিচার জানায় বাতাসে ,
অতপর নিস্ফল ফিরে যায় আকাশে !
এই নগরের সবগুলো হাসি চেনা ,
কারো না কারো রক্তের দামে কেনা ,
রক্তের অবমাননাই এই নগরের চেতনা !