চারিদিকে অমানিশা ঘেরা সে প্রভাতে,
অপেক্ষার মুহূর্তগুলো কাটছিলনা যেন;
আরেকটি জীবনকে অনিশ্চয়তায় ফেলে,
বহু প্রতীক্ষার পর তুমি এসেছিল।


তোমার সাথের প্রথম সেলফিটা দেখি,
প্রস্তরপ্রায় বক্ষে তোমার অস্তিত্ব খুঁজি;
বিষন্ন এই মনটা শুধু তোমার কথাই বলে,
বহু প্রতীক্ষার পর তুমি এসেছিলে।


তোমার যাওয়ার বেলার মলিন সেই হাসি,
আজও চোখের তারায় লেগে আছে যেন;
বারংবার পেছন ফিরে ক্রন্দনের জলে,
বহু প্রতীক্ষার পর তুমি এসেছিলে।


কখনো ভাবিনি আমি তুমি যাবে চলে,
কষ্টের রাতগুলো নির্ঘুম কাটে;
তবে কেন এ হৃদয়ে আশার প্রদীপ জ্বেলে,
বহু প্রতীক্ষার পর তুমি এসেছিলে।