বাড়িয়ে দে তোর ওই দুটি হাত,
তোর ওই হাত ধরে আমি বাঁচতে চাই আজ।
হাতে ধরি বাবা,পায়ে পড়ি তোর-
এ বয়সে মায়েরে তুই করিসিনা এমন পর।
বিশ্বাস কর বাবা,আমি হাঁটতে পারিনা,
বিশ্বাস কর বাবা,আমি চোখেও দেখি না।
ও বাবা! মায়েরে একটু কর না রহম,
আমি যাবোনা,যাবোনা ও আশ্রম!
কীভাবে থাকবো  বাবা!কীভাবে কাটাবো রাত?
তোরে ছাড়া কখনো খাইনি যে একমুঠো ভাত।
হিসেবী হয়েছিস বড়,তাই মা হয়েছে বোঝা,
অধম মায়েরে দিবিরে তাই,এত কঠিন সাজা!
কথা দিচ্ছি বাপ,পড়ে গেলেও আর ডাকবোনা আমি তোরে,
বৌমার কাছেও চাইবোনা খাবার,হাজার ক্ষুধা পেলে।
ও ঘরেই বাপ থাকতে দিস,একটি কোণায় পড়ে,
তোর বাপের স্মৃতি বড্ড কাঁদায়,হয়তো বয়স হয়েছে বলে।
বেঁচে থাকতে নতুন কাপড় লাগবেনা আর মোটে,
মরার পরে দিস কাফন একটু দয়া করে।
ও বাবা! বাবা রে! মায়েরে একটু কর না রহম,
বিশ্বাস কর,আমি যাবোনা,যাবোনা ও আশ্রম।