বেশ কয়েক দিন আগে একটা চিঠি পেয়েছিলাম
তোমার নীল খামে ঠিকানা বিহীন চিঠি
আমার বন্ধ দ্বারে পড়ে ছিল,
তোমার মনের উষ্ণ অভিযোগগুলি লিখেছো
এক এক করে সময়ের বাকরুদ্ধ অক্ষরে সাজিয়ে,
সময়ের অভাবে উত্তর লেখা হয়ে উঠেনি।


এই যুগে কেউ চিঠি লিখে না,
তেমন প্রয়োজন ও হয় না চিঠি লেখার
শুধুই স্পর্শের আয়নায় আঙ্গুল বুলাতে জানলেই হয়
অব্যক্ত শব্দগুলো বার্তা হয়ে পৌঁছে যায় গন্তব্যে।


তবুও আমি লিখছি তোমায়
তোমার সেই অজানা ঠিকানায়
এই প্রত্যাশা নিয়ে নির্দ্বিধায়,
পূর্বালী বাতাসে উড়ে শ্রাবণের মেঘে ভর করে
তোমার পিপাসিত মনের আঙিনায় পৌঁছবে।


তুমি বিহীন অসময়ের মন খারাপের ক্ষণগুলো,
হাসি কান্না আদরের অনুভূতিগুলো লিখেছি যত্ন করে
মনের মতো করে সাজিয়ে গুছিয়ে।


তুমি জানতে চেয়েছো কোথায় আছি
কেমন আছি আজকাল,
আমি আছি ভালোবাসাবিহীন এক বিধ্বস্ত নগরীতে,
নির্দ্বিধায় বসবাস প্র্যাপের অভিলাষে
অনুভূতির বিফলতার নৈশব্দের শূন্যতায়
নিজের একাকিত্বের সাথে যুদ্ধ করে
অব্যক্ততার প্রতিদ্বন্দ্বী হয়ে
দ্বিধান্বিত দগ্ধতার স্বপ্নমুখর প্রহরে হেসে হেসে।
__________________
Sunday 30 July 2017
রবিবার ১৫ শ্রাবণ ১৪২৪ বঙ্গাব্দ
গ্রীসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
© Copyright সংরক্ষিত ®