মলাটহীন রংচটা রূপালী পাতার বুকে
আমি লিখে চলেছি আমার শত জনমের সেই
স্বর্ণালী বিস্ময়কর কবিতা
যেখানে পলাশ শিমুল ঝরেছে আহ্লাদে
মৃত্তিকার আহ্ববানে,
সজ্জিত জীবনের সকল বিমুগ্ধ আয়োজনে
কবিতার বুকে আনন্দে,
সংগোপনে।


আজ আর যুগের পথচলার ক্লান্তি নেই
মুগ্ধ চোখের পাতায়,  
কত কিছুই লুকিয়ে গেছে দৃষ্টির আড়ালে
বিদগ্ধ হৃদয়ের উপকূলে,
খরদীপ্ত বিকেলে বর্ণিল রঙের অমৃত সুধার
অপরিসীম তৃপ্ততার অনাবিল সুখে।


সব ভুলের খাতা গুটিয়ে আগামীর উল্লাসে
অজস্র শব্দে গেঁথে বিমুগ্ধ সময়ের কৈলাশী প্রহরে
বাতাসের উদ্ভাসিত বুকে আনন্দ ছোঁয়ায়।


চলন্তিকা রাতের অভিমানগুলো
নিরুদ্দেশ হয়েছে রাতজাগা পাখিদের কলতানে
ঈশানকোণে ভাসে,
স'যতনে লিখে রাখা কিছু কাব্যশৈলীর আঁচড়    
যুগান্তরের শোভিত পাপড়ি ছড়ানো
পূর্ণতার আনন্দ মাখা পরাগ রেণুর অভিসার।
________________
২৩ এপ্রিল ২০১৭. ... এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®