রূপালী সকালে অনিদ্র রাতের বাতায়নে বসে
তোমাকেই ভাবি মনের উষ্ণতা নিয়ে,
প্রতীক্ষার প্রতিটি মুহূর্ত যেন শত শতাব্দী দীর্ঘ
দিগন্ত ছোঁয়া নিঃশ্বাসের তপ্ততার অনুভবে
দিশেহারা হয়ে অপেক্ষিত স্বপ্নগুলি অশ্রু হয়ে ঝরে
শিশিরের স্রোত ধারা হয়ে হিমেল উচ্ছ্বাসে।


পাথর নিঃশ্বাসে জ্বালিয়ে রেখেছি আশার প্রদীপ
আমার একাকিত্বের প্রহরগুলো ঘিরে
স্বপ্নে বিভোর সন্ধ্যার নিবিড়ে তোমায় নিয়ে
প্রিয়তম পথের বারোমাসি অভিলাষে  
তোমার অপেক্ষায় নুয়ে পড়েছে মুখ কালো করে
বুকের আঙিনার ফুটন্ত গোলাপ যুগল।


জ্যোৎস্না ঝরা রাতের সূর্য বিরহের হৃদয়ে
তোমায় খুঁজি বিরহী দীঘির আঁধার অশ্রু জলে
কত যুগ কেটে গেলো নির্বাক চেয়ে থেকে
বীথিকার ছায়া শূন্য মেঠোপথের সীমানায়
মনভাঙ্গা ইচ্ছেগুলো সূর্যদাহে ঢলে পড়ে
নিগৃহিত সময়ের আত্মদ্বন্দ্বের দংশিত হৃদয়ে।


অনুযোগী প্রান্ত সময়ে আছড়ে পড়ে প্রত্যাশা
আমার এই শূন্য হৃদয় পূর্ণতা চায়
অপেক্ষার প্রতিদানে,বিশ্বাসের আলো নিয়ে
তবে কি মিথ্যে হবে আমার প্রতীক্ষা
আজ শব্দের কোলাহলে হারিয়ে ফেলি নিজেকেই
তবুও আছি পথ চেয়ে নির্জন সময়ের প্রান্তে।
__________________
Thursday 27 July 2017
বৃহস্পতিবার ১২ শ্রাবণ ১৪২৪ বঙ্গাব্দ
গ্রীসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
© Copyright সংরক্ষিত ®