এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার সাথে প্রথম দেখা  
চাঁদ আর মেঘের লুকোচুরি আলো ছায়ায়
তখন আমার চারিপাশে বৈশাখী আনন্দে মুখরিত
মেঘবিহীন আকাশে ফাগুন বিদায়ের
সর্বশেষ হাতছানির আল্পনা
অনুভূতির মৌতাতে চুড়ি ভাঙা চাঁদের হাসি
পথে ঘাটে নব বৎসরের নব উদ্যমে।


ঋতুর নব যৌবন আর বর্ষার নিবিড় আলিঙ্গনে
আকাশের মায়াবী মেঘমালা ঝরে বৃষ্টি হয়ে
ধোঁয়া উঠা কফির নিবিড় উষ্ণতা ছড়িয়ে পড়েছিল
মুগ্ধ বৃষ্টির ফোঁটায় ফোঁটায়,
দারুচিনির সুগন্ধ মাখা মৃত্তিকার বুকে
তোমার চিরোল মধুর হাসির মাধুরী ছোঁয়ায়  
অর্ণবের জল তরঙ্গ নেচে যায় আন্দোলিত স্রোতে।


ষোড়শী সন্ধ্যা বিলাসী বাতাসে উড়ছে
ঘন কালো আঁচড়ানো কেশের আঁধারের মৌনতা
কবিতার খাতায় কলমের আঁচড়ে
ভেসে উঠেছিল তোমার মনোমুগ্ধকর প্রতিমা
তুমি একটু একটু করে বের হয়ে এলে
কবিতা জড়িয়ে মনের কল্পনায় আঁকা প্রতিচ্ছবি হয়ে
বাকরুদ্ধ নয়নে চেয়ে ছিলাম তোমার পানে।
________________
২৫ এপ্রিল ২০১৭. ... এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®