স্বপ্নগুলো উঁকি'দেয় সু-স্মৃতির আবরণ দিয়ে মুরু  
                   অন্ত পানের চাণিক্য নিয়ে এ যেন স্বপ্নের শুরু।
নয়ন পাতায় নির্ঘুম রাতের যন্ত্রণা মুছে ফেলি,
                   নব-প্রভাত ডাকছে আজ চল না সু-দৃষ্টি মেলি।
আশার বৃষ্টিতে আশার সৃষ্টি নয়নে ভাসে সুদূর
                    প্রাণে আজ একটা'ই শপথ যেতে হবে বহুদূর।
নব-উল্লাসে নব জাগরণে আজ শুভ নববরণ।
                      করে চলি শুধুই নিজের সাথে যুদ্ধ অকারণ।
পারবো আমি কোনটা'ইবা পারিনি আমি কবে,
                 এ'জন্য আর কতো এভাবে বিসর্জন দিতে হবে?
উদ্দীপনা আকাঙ্খা জড়ানো জীবনের তাড়না
                 আমাকে দিয়ে যায় প্রতিদিন এক নতুন ভাবনা।
সবই মিলে আজ আমি আগামীর স্বপ্নে বিভোর,
                 আত্মবিশ্বাসের ধ্বনিতে সবটুকু শুকরিয়া প্রভুর।
নিস্তব্ধরাতে তব নির্ঘুম নয়নে অশ্রুর কলতান
               বিধাতা তুমি কি পার না দিতে প্রস্ফুটিত বিতান।
ক্ষণিকের চিন্তার ভাঁজে আকাঙ্খার কারুকাজ,
                    মুষ্ঠিতে'ই যেন বিজলী খেলে আজ শাহরাজ।
নতুন এক স্বপ্নের শুরু উত্থান-পতনের মাঝে
                লড়ে যাবার প্রত্যয় জানাই জীবনের এই সাঁঝে।
আত্মাকে হারানো শিহরণে ধংসের মরণ খেলা
                পা'পা করে সকাল সন্ধ্যায় ফুরিয়ে এলো বেলা।
তবুও ক্ষণে ক্ষণে জাগে মনে আশার আবরণ,
                   স্রষ্টা আমার সহায় হয়ে করে দাও স্বপ্ন পূরণ।
_____________________
রচনা'কাল: তপ্ত হলুদ  দুপুর ২.৪৫ মিনিট
   ২২ এ এপ্রিল সোমবার  ২০২৪ খ্রিস্টাব্দ
        ৯ - এ- বৈশাখ  ১৪৩০ বঙ্গাব্দ
      ১৩ - এ সওয়াল  ১৪৪৫ হিজরী
  গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
          সংশোধিত ও পরিমার্জিত  
         © Copyright সংরক্ষিত ®


বিঃদ্রঃ - যার জন্য প্রার্থনায় উথিত হাত তাকেই উৎসর্গ করলাম।