স্মৃতির পুরনো আলেখ্য-কুঁচিকায় গচ্ছিত
কিছু বাকরুদ্ধ ইতিহাসের আঁচড়  
সোনালী যৌবন,
কতো অভিলাষী হাসি কান্নার দাগ
সযত্নে রাখা কিছু কুমারী জ্যোৎস্নার স্বপ্ন।
  
তন্দ্রা হারা অপরাহ্নে রোদেলা মৌনতা
শুভ্র ভোরে কুয়াশার উৎসবে স্বপ্ন ভাঙা নিদ্রা  
রাতের নীহারিকার বুকে আঁকা
ষোড়শী উদাসী স্বপ্ন
নির্বাক করা কল্পকথার পাণ্ডুলিপি।


অভিমানে ছিঁড়ে ফেলা কিছু পাপড়ি
অভিসারের আবীর ছড়ানো রক্তিম আভা
মধুলতা বাতাসে উড়ন্ত এলোমেলো চুল
হেমন্তের রুপালি বিকেল
গোধূলি বালুতটে অজানায় হারানো একাকী।  


জীবন থেকে ফেরারি আজ তারা সবাই
বদলে গেছে দিন মনভুলা মুহূর্তের হাতছানিতে
কোথাও চিহ্ন বাকি নেই সে'দিনের
আছে ধুলোর আস্তরে ঢাকা স্মৃতির অ্যালবাম
ঘোলাটে কিছু আধো ছেঁড়া ছবির অস্তিত্ব।
________________
১২ এপ্রিল ২০১৭. ... এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®