কোলাহল মুক্ত প্রভাতে মুঠোফোনের কম্পিত ধ্বনিতে
নির্দয় অতৃপ্তিকর হাতছানির আভাসে
হঠাৎ ভেঙে গেল ভোরের নন্দিত সুখস্বপ্ন।
ঘুমের ঘোরে এপাশ ওপাশ তবুও বেজেই চলেছে
কোন অনাহুত আগন্তুকের আগমন হয়তো
চেনা চেনা কণ্ঠে সজল চোখে দিয়ে গেলো এক বার্তা
আমার প্রিয় এক মানুষ চলে গেলো নিয়ে চির বিদায়  
অফুরন্ত প্রত্যাশা নিয়ে হাতের শূন্য মুঠোয়।


তখন একা ভাবি জীবনে কিসের এতো চাওয়া পাওয়া
ক্ষুদ্র এই জীবনে কিসের এতো আক্ষেপ,
কত প্রত্যাশার খাতিরে হাতের মুঠোয় আজ প্রাণ
আমার মৃত্যুর পরে কি থেমে যাবে কারো জীবন চলা।


প্রবাস নামক সুন্দর জেল-এ থাকি একা কত কষ্টে
আমার প্রীয়তমা আমার স্ত্রী আমার সন্তান আত্মীয় স্বজন
থেমে থাকেনি কারোই জীবন আমার অনুপস্থিতিতে,
অগণিত ঈদ পার হলো কতো পুজো কতো ক্রিসমাস,
কেউ রেখে দেয়নি কিছু সেমাই আমার জন্য, কেউ বলেনি
সে আসুক তখন না হয় মাখবো গায়ে হোলির রঙ।


কেউ ছেড়ে দেয়নি আহার নিদ্রা প্রাত্যহিক কর্ম,
কতো বিয়ে কতো জন্মদিনের অনুষ্ঠানে উল্লাস প্রতিনিয়ত
কেউ তো বলেনি ও আসুক তখন না হয় করবো আনন্দ
তবে কেন এতো ভালোবাসার চিৎকার,এতো মায়া,
মনে হয় সব কিছুই দাফন হয়েছে নিজ স্বার্থের কবরে
তবুও জীবনে নির্ঘাত বেঁচে থাকার চেষ্টা নিরন্তর।  
________________
০৭ এপ্রিল ২০১৭. ... এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®