বৃষ্টি ভেজা স্নিগ্ধ সবুজ প্রান্তরের বুকে
সময়ের সমীরণ অপূর্ব অনুভূতি জাগিয়েছে,    
মনের হেঁয়ালিগুলো নির্বাক আবেগী কল্লোলে।
নির্ঝরিণী বৃষ্টিস্নানে হৃদয় হয়েছে সিক্ত,
নিদারুণ মহামায়া ছড়িয়েছে বিস্তীর্ণ প্রান্তরে
সবুজের আলিঙ্গনে সৃষ্টি সুখের উল্লাসে।
উর্বশীর উল্লোল ধ্বনিতে প্রাণময়ী ঋতু বর্ষার গর্জনে,
নূপুর নিক্কন ধ্বনি বেজে যায় জীবনের তানপুরায়।
মৃণালিনীর সরোবরে সুরভিত বৃষ্টির ফোঁটাগুলো,    
মৃত্তিকার বুকে এঁকেদেয় ঐশী মিতালীর নীরব মৌনতা,  
নির্বিগ্নতার শান্তি নিয়ে হারায় মন ব্যাকুল হয়ে
রূপকথার পাতার আড়ালে সুগভীর শান্ত নয়নে।


মনের আকাশের শঙ্খচাঁদ তৃপ্ত জীবনের অন্তর্বর্তী সুখ হয়ে
ঝরঝর বাতাসের শব্দের উল্লাসে নাচে আনন্দে,
সুরভিত পল্লবী হৃদয় মালঞ্চে অনুপ্রভার সমুদ্রতটে দাঁড়িয়ে,
উপলোদ্ধি করি স্বর্গীয় সুখের অব্যক্ত অনুভূতি নিয়ে।
ঋতুর শুভ্র আঁচড়ে রূপালী চন্দ্রিমার ক্যানভাসে ভাসে,
যাপিত জীবনের সুরভিত পল্লবীর মহাউল্লাস
ঝরে পড়া রূপালী জ্যোৎস্নার স্নিগ্ধ বিন্দুগুলো,  
এঁকেছে জীবনের অলিন্দে নৈস্বর্গিক নিদারুণ আল্পনা  
পুষ্পিত নিকুঞ্জের গভীর সুখ স্মৃতির ভাঁজে ভাঁজে।  
নির্বাক পুলকিত মন আমার আনমনে হারায় একাকী,  
নিদ্রাহীন রাতের গভীরে আলেখ্য প্রণয়ের দ্বারে।
যখন পিছনে ফিরে দেখি, নির্বাক আঁচড়ের গভীরে,
সময় জীবনের পান্থনিবাসে কিছু অনুভূতির দাগ রেখে যায়
স্মৃতির অন্তরালে জীবনের কোরা ডাইরির পাতায়।
________________
০৪ এপ্রিল ২০১৭. ... এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®