বলো কি নামে ডাকি তোমায় !
যদি তোমায় আমি ফুল বলি মনে জাগে ভয় কাঁটার জ্বালা
সন্ধ্যায় ঝরে পড়ে পথের ধুলোয় অনায়াসে।
যদি তোমায় আমি চাঁদ বলি নয়নে ভাসে কলংকের আঁধার
একদিন মুখ লুকিয়ে নেয় অমাবস্যার আঁচলে।


বলো কি নামে ডাকি তোমায় !
যদি তোমায় আমি প্রেম বলি মনে থাকে সংশয় হারাবার
শুধুই চোখের পাতায় অশ্রু হয়ে ভাসায় সর্বদা।
যদি তোমায় আমি শ্রাবণী বলি নয়নে জাগে বৈশাখী ঝড়  
দিশাহীন নাবিকের মাস্তুল ভাঙার আর্তনাদ।


বলো কি নামে ডাকি তোমায় !
যদি তোমায় আমি মৌমিতা বলি নির্বাক করা মৌনতায়
বেঁধে যায় হৃদয়ের স্পন্দন অনুল্লেখের বাঁধনে।
যদি তোমায় আমি উর্বশী বলি মনে জাগে তীরভাঙা ঢেউ
মনের কষ্ট নিয়ে ছুটে হারায় বালুকা বেলায়।


বলো কি নামে ডাকি তোমায় !
যদি তোমায় আমি জ্যোৎস্না বলি চোখের তারায় জোনাকি
বসে থাকে গুমড়ো মুখে ঝোপঝাড়ের আড়ালে।
যদি তোমায় নীল নীলাঞ্জনা বলি নীলাভ গগনের শুভ্র মেঘ
মনের অঢেল ক্লান্তি নিয়ে আঁধারে হারায় নিরুদ্দেশ।
________________
০৩ এপ্রিল ২০১৭. ... এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®