কাঁটাতারের সীমান্তে দাঁড়িয়ে নিষ্পলক চোখে
স্বপ্ন আর বাস্তবতার মাঝে পদচলা,
মাঝে মাঝে নিজেকে চিমটি কেটে দেখতে ইচ্ছে করে
যখন চেয়ে থাকি স্মৃতির আলেখ্য-কুঁচিকায়
নিগূঢ় অস্তিত্ব হীনতায়।


সময়ের বলিদানে তিমির দুয়ারে
জীবন হোলি খেলে উদাসী শতাব্দীর নিঃস্ব প্রান্তে
কুঞ্জ দুয়ারের বাঁধা পেরিয়ে কুণ্ঠাহীন মৃত্তিকার বাহুডোরে
অঞ্জলি প্রহরে হাতছানি দেয় তাদৃশ ঘোলাটে ভবিষ্যৎ
নিরক্ষ রেখার ব্যাহত অভিধানে।


মুহূর্তের আয়নায় রচিত যৌবনের পাণ্ডুলিপি
রুষ্ট অভিমানে নিষ্প্রাণ হবে একটি বুলেটের আঘাতে
নীরব অরণ্যের অভিযানে ইতিহাসের পাতায়
হিতৈষী তারকা বিক্ষণীয় উৎকণ্ঠা নিয়ে হারাবে
কালের রহস্যের প্রগাঢ় আলিঙ্গনে।
________________
০২ এপ্রিল ২০১৭. ... এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®