ব্যস্ত শহরের ব্যস্ত পথের ধারে আকাশ ছাঁদ হয়ে দাঁড়িয়ে আছে
ছোট পাথর আর ধূলোকণা দিয়ে গড়া শীতল বিছানা
পথের ধারেই পাতা ঝরা অশ্বত্থ গাছ তার নিচেই তাদের বাস।
শত ছিন্ন কাপড়ে ঘেরা দেয়াল মাথায় বাঁশ পাতার ছাউনি
ঠিক ঘরের সামনেই পঞ্চান্ন হাজার বর্গ মাইলের উঠোন পাতা
সেই উঠোনে চাঁদ আর চকোরির খেলা চলে অবিরাম
পরণে আধ ছেড়া বস্ত্র ময়লায় জরাজীর্ণ শরীর।

ক্ষুধার তাড়নায় যতটুকু চায় অর্ধেক ও না পায়
যতটুকু পায় তাই দিয়েই অনায়াসে দিন যায়
তারা সর্বদা আশায় থাকে কিন্তু প্রত্যাশা করে না
ঈদে পুজোয় বা কোনো উৎসবে হয়তো পায় কিছু খেতে ভালো
তারা মন্দতেই অভ্যাস্ত সব সময় কটু বাক্য তিরস্কার আরো কত কি।

ফুটপাতের জীবন থাকে অনেক কিছু থেকেই বঞ্চিত
তবুও তাদের হাসি কান্না সুখ দুঃখ সবার মতোই
শুধু পার্থক্য তাদের লবনাক্ত শরীরে ঘামের দুর্গন্ধ ভরা
সমাজের সব আবর্জনা তাদের অঙ্গে মেখে পরিষ্কার করে পথ ঘাট।

কখনো একটা সদ্য ফোটা লাল গোলাপ নিয়ে দাঁড়ায় পাশে
আমাদের ভালোবাসার মুহুর্তকে আরো আনন্দিত করতে
বিনিময়ে পায় তারা কিছু কটুবাক্য তিরস্কার দু'চারটে গালি
যদিও এটা তাদের মোটেও প্রাপ্য নয় কখনোই
তবুও আমরা দেই কারণ তারা ফুটপাতের ঘৃণিত মানব
_______________
১৯/০৭/১৬.......এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®