আমার জীর্ণ কুটিরে এক কাক ডাকা ভোরে
এক কাপ ধুঁয়া উঠা চা নিয়ে হাতে
অধীর অপেক্ষা আছি তোমার।


অপেক্ষা অপেক্ষা খেলাটার নাম শুনেছি
কিভাবে খেলতে হয় শিখিনি
আজও আছি তেমনি অপেক্ষার নীলজলে ডুবে
কি করে বুঝাই তোমায় বল
আমার অপেক্ষার প্রহরের ব্যথা।


তোমার জন্য রাতে ঘুম নাই দু'চোখে
জেগে থাকি শুধু আমি নীরবে এপাশ ওপাশ
উত্তপ্ত অপেক্ষায় রাতের পিপাসিত হৃদয়টা
ব্যাকুল হয়ে কি খুঁজে বলতে পারো  
গহীন হৃদয়ের উষ্ণ দীর্ঘশ্বাস বোঝ তুমি।


এখনো মনে পরে সেই বৃষ্টি ভেজা রাতের কথা  
পরিচয়হীন পথে নাম না জানা দ্বার প্রান্তে
তোমার হাতটি ধরে দাঁড়িয়েছিলাম
বৃষ্টির মধুর কুলকুল ধ্বনির মুখরতা
বেঁধে রেখেছি হৃদয় সীমানায়।

সে দিন দু'জন চোখে চোখ রেখে  
এঁকেছিলাম কতই না ভবিষ্যতের স্বপ্ন
তারপর ক্ষণিকের দোলায় হারিয়ে যাই হঠাৎ
মনে পরে তুমি বলেছিলে আসবে আবার
এভাবেই কোন এক কাক ডাকা ভোরে
তখন থেকেই সীমাহীন অপেক্ষায় আছি।
_______________
১৩/০৫/১৬…...এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®