আকাশ থেকে ঝরে পড়া তারকাটি
আমায় শিখিয়ে যায় জীবনের মানে গুঞ্জিত প্রণয়ে
বাতাসে নেচে বেড়ায় মহাকালের যাযাবর সময়
ঘর্ষিত পাথরের হৃদয় চৌচির করে
অমরত্বের উঠোনে জমা হয় ধীরে ধীরে
হিসাব-নিকাশহীন কুয়াশার আবর্তিত পর্যায়কাল
মনের ক্যানভাসে অঙ্কিত করে পিঙ্গল প্রহরের প্রবঞ্চনা।


নির্বাক আলাপনের মাঝে লুকিয়ে থাকে
শূন্যের বিভাজনের এক মুঠো বেদনা মাখা বার্তা
অজানা সুরের মূর্ছনায় হারিয়ে হেঁয়ালিপনায়
ব্যর্থ সংলাপের আড়ালে ঢেকে যায় কত কিছু এভাবেই
ত্রিতল জীবনের প্রতিটি নির্ভাবনা স্তরে
শুধুই বাকি থাকে যাপিত জীবনে তৃপ্তির অভিনয়
অহেতুক বাসনার স্বপ্নের মরীচিকা।


প্রতিটি দিনের সীমাবদ্ধতায় বেঁধে নিজেকে
বর্শাবিদ্ধ আহত সময়ের বিবেকী আয়নার আড়ালে
নির্লজ্জ স্বার্থপরতার সুবিন্যাস্ত সিঁড়িপথে
রূঢ় বাস্তবতার নির্মোখ পথ চলার মুখোশ পরে
সাফল্যের প্রত্যয়ে খুঁজে ফিরি মৃত্যুর যবনিকা
বিদীর্ণ পথের বাঁকে রয়ে যায় কিছু
অগণিত সোনা ঝরা সকাল বিকেলের হাতছানি।
________________
১৬ এপ্রিল ২০১৭. ... এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®