কিছু অভিমানী স্বপ্ন এঁকেছি মনের ক্যানভাসে
স্বরলিপিহীন সুরের মূর্ছনার নিবিড় আঁচড়ে
স্বপ্নমাখা কঠিন বাস্তবের উষ্ণ শরীরে
সময়ের দংশনে থেমে যাওয়া হৃদস্পন্দনে
দীর্ঘ দুধেলা ছায়া পথের বাঁকে বাঁকে।


এঁকেই চলেছি রূপ থেকে অরূপের অস্তিত্বে
অবান্তর খেয়ালি স্বপ্নের করিডোরে দাঁড়িয়ে
বিকেলের দীর্ঘ ছায়া ঘেরা ঘোলাটে সূর্যের বুকে
একান্ত মর্মের বেদনা অতৃপ্ত বিনিদ্র বাসনা
কিঞ্চিৎ অপেক্ষার অন্তে বিশ্বাসের  আদ্রর্তা।


স্বপ্নমাখা কাঁচা হ্রদের নরম গালিচায়
ডেকে এনেছি একাগ্রতার নিষ্ঠুর সফলতা
বাস্তব জীবনের প্রবঞ্চনার আষ্টে-পৃষ্ঠে বাঁধা
পালক ঝাপ্টানো দুই ফোঁড়ের অন্তরালে
মোহমুগ্ধ ভালোবাসার কিছু বিষণ্ণ ব্যথা।


নির্লজ্জ দুয়ারে নিষ্ঠুর করাঘাত অবিরত
বদলে যাওয়া রঙের খেলায় মেতে নীরবে
নিদ্রাহীন রাতের অন্তরিত উপকূলে দাঁড়িয়ে
জলকেলির কম্পিত আলিঙ্গনের উষ্ণতায়
মুছেগেছে জীবন ক্যানভাসে অভিমানী স্বপ্ন।  
__________________
Tuesday 11 July 2017
মঙ্গলবার ২৭ আষাঢ় ১৪২৪ বঙ্গাব্দ
গ্রীসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
© Copyright সংরক্ষিত ®