অনেক বছর পরে হঠাৎ দেখা
এক শরতের বিকেলে শূন্য পথের বাঁকে
অনেক বসন্ত পরে এভাবে দেখা হবে ভাবিনি
কাছে গিয়ে বললাম কেমন আছো "অনামিকা"
আমাকে দেখে চোখে খুশির ভাব বিদ্যমান
এক সময় বেশ স্বপ্ন দেখেছে আমায় নিয়ে
সেই ভাবটা কাটেনি এখনো।


কাছে গিয়ে শুধালাম কেমন আছো  
কোথায় আছো, কি করছো আজকাল
ভালোই আছি আমি বেশ ভালো,
আগে ছিলাম বাবার বাড়ি
বিয়ের পরে আসলাম স্বামীর বাড়ি
এখন থাকি ছেলের বাড়ি,
আমার তো কোন বাড়ি নেই
মেয়েদের কোন ঠিকানা থাকে নাকি??
কোন নাম ও থাকে না
মা ডাকতেন "বুঁচি" বাবা "মামণি''
পরে হলাম বৌ মা, এখন কমলার মা।  

এতো নামের মাঝে এই নামটি ভুলেই গিয়েছিলাম
এক জন ছিল শুধু এই নামে ডাকতো
সেও হারিয়ে গেলো অজস্র মানুষের ভিড়ে অবশেষে
তার সাথে সাথে হারিয়েছে " অনামিকা "
জীবন স্রোতের গহীন পাথারে।  


আনমনে বললাম ভালো থেকো আবার দেখা হবে
কাঁপা কণ্ঠে বললো নাম হারানো
ঠিকানাবিহীন মানুষের দেখা কোথায় পাবে
থাকেনা কিছু লুকানো জগৎ সংসারের ভ্ৰান্ত মায়ায়।  
__________________
Friday 16 Jun 2017
শুক্রবার ২ আষাঢ় ১৪২৪
গ্রীসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®