সময়ের চাকা ঘুরেই চলেছে নির্দয় গতিতে
আর্তনাদী বৃত্তের মাঝে অভিমানী সুরে,
এক সময় ঠোঁটের ঈষৎ স্মিত হাসির বন্যায়
ঝড় উঠেছে পশ্চিম আকাশের বুকে
রক্তিম আভার পিপাসিত হৃদয় নীড়ে।


অজস্র স্বপ্ন জ্বল জ্বল করেছে চোখের পাতায়
মধ্যেরাতের চাঁদ লজ্জিত হয়ে কতবার
লুকিয়েছে শুভ্র মেঘের ঘোমটার আড়ালে,
সন্ধ্যা বিলাসী অভিমানী প্রহরে
জোনাকির দল তারার স্তবক নিরুদ্দেশ হয়েছে
বিদীর্ণ সময়ের প্রাচীর ভেদে অজানায়।
  
এখন সময়ের চাবুকে কেঁপে কেঁপে উঠা শরীর
আর স্বর্ণালী প্রভায় পুলকিত হয় না
ধুলোজমা মাকড়সার পুরোনো জালের মতো
ঝালর জমেছে চেহারার সীমান্তে,
চোখের তারায় ধবল মেঘের আবির্ভাব  
বয়সী মৈথুনী নদীর স্রোত উল্লাস হারিয়েছে।


কত প্রবঞ্চনার কত অপবাদের গ্লানি নিয়ে
নির্বাক হৃদয় অনাদরের পর্দা সরিয়ে উঁকি দেয়
অশান্ত মনে ব্যর্থতার অসীম সৈকতে
সময়ের নির্মম পরিহাসের হাতছানি দিয়ে ডাকে
আলেখ্য অনুরঁজনের দ্বারে শূন্যতার দর্পনে।
__________________
Thursday 04 May 2017
বৃহস্পতিবার ২১ বৈশাখ ১৪২৪
গ্রীসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®