স্তব্ধ রাতের অবসাদ মেখে আমি জেগে থাকি
নীলজ্যোৎস্নার সাথে গল্প করি চুপিচুপি
কিছু স্মৃতির ব্যথার আল্পনা আঁকি চোখের পাতায়
ভাবনার সীমানা ছোঁয়া অর্ণবের স্রোতধারায়
ভিজে উঠে আঁখি যুগল রক্তনীল ব্যথায়।


ঝিঁঝির ডাক আর ঝরা পাতার শব্দ শুনতে শুনতে
অভিমানী সোনালী স্বপ্নগুলো ভাসে দু'চোখের পাতায়
কুয়াশার অন্ধকার উন্মাদনার ভেজা ক্যানভাসে
শতাব্দীর সীমাহীন মৌনতার আড়ালে
লিখি অবুঝ প্রেমের শেওলা পড়া গল্প নতুন করে।  


জীবনের ভুল ভ্রান্তির বিষাদলীলার কাছাকাছি
সময়ের বিষণ্ণ ভাবনায় বৈপরীত্য অনুরাগে
ইচ্ছের ঘূর্ণিচাকায় চলন্তিকা গোধূলির আবেশে হারিয়ে
উদাসীন নির্লিপ্ত শূন্যতায় বিভ্রান্তির আবাসে
দেখি উদ্বিগ্নতার ধূসর ফাগুনের রঙ।


বিশ্বাসের মূলোৎপাটনের গুমোট আস্তরণে ঘেরা
দ্বিধাগ্রস্ত অনুভূতিগুলো লাটাইছেঁড়া ঘুড়ি হয়ে আকাশে
হারিয়ে যায় দিগন্তে অদৃশ্যের কঠিন পাথারে
ঝাপসা কিছু বিবর্ণ সময় রয়ে যায় আমার শিয়রে
আগামী নির্ঘুম রাতের অভিসারের প্রত্যাশায়।
__________________
Tuesday 09 May 2017
মঙ্গলবার ২৬ বৈশাখ ১৪২৪
গ্রীসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®