বসন্তের বিলাপি বাতাসে বোধহীন দৃষ্টিতে
হঠাৎ জেগে উঠেছে যৌবনের সেই,
বিরহী শয্যার অন্ত নিশির আবেগী প্রহরের
ভালোবাসায় দলিত গন্ধ হারানো
কিছু বকুল ফুলের নির্বাক আর্তনাদ।


কৈলাসী স্রোতধারায় অশ্রু গড়িয়ে পড়েছে
একাকী রাতের চাদর ভিজিয়ে,    
পথিক প্রহরগুলো দূরে সরে গিয়েছে নীরবে
ক্লান্তি নিয়ে রাত জাগা রুপালি চাঁদের  
দীর্ঘশ্বাসের আড়ালে।


অপেক্ষার সিঁড়ি বেয়ে তাচ্ছিল্যের আঘাতে
মলিন হয়েছে স্বপ্ন জড়ানো দু'চোখ,
চৈত্রের উদাসী বাতাসে হারিয়ে গেছে কতো
সুতো ছেঁড়া জীবনের বিবর্ণ ঘুড়ি
বিষাদী বাদ্যের সুরহীন বিরল বাঁশি বাজিয়ে।


নিষিদ্ধ প্রহরে দীপনেভা সলতের উষ্ণতায়
সময়ের পদাঘাতে মচ মচ শব্দ তুলে,  
কবরী ভাঙা আধো আলো ছায়া বারান্দায়
কাজলটানা অভিমানী চোখের পাতায়
যন্ত্রণার শিহরে পাতাঝরা হেমন্তের নিঃশ্বাসে।


নির্বোধ সময়ের রিক্ততার ঝুলি হাতে নিয়ে
সুপ্ত পাতার অন্দরের গুপ্ত রোদনে,
অভিসারী রাতের রঙিন মেঘ নিখোঁজ হয়েছে
অতীতের স্মৃতির মেঠো পথে হারিয়ে
হারিয়ে আবেগী নিষিদ্ধ প্রহরের পদধ্বনিতে।  
________________
৩০ এপ্রিল ২০১৭. ... এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®