কলতান ছেঁড়া মনের শুভ্র বাসনায় ভিড়ে
প্রাণহীন নিঃশ্বাসে গভীর উষ্ণতা নিয়ে,    
শুকনো উপত্যাকায়,
অপসৃত সুর মেখে সময়ের বিরান আঙিনায়
ফিরে আসে আবার হতাশারা নির্দ্বিধায়
নির্লিপ্ত চোখের পাতায়।


সময়ের বিপরীতে দাঁড়িয়ে
নিভৃতে ঝরে পড়ে ভবিষ্যতের কিছু স্বপ্ন
বিস্ময় জাগিয়ে নিজস্ব চেতনায়
ভাঙা বাঁশির নির্দয় সুরের মূর্ছনায়
ছিঁড়ে ছিঁড়ে যায়,  
প্রত্যাশার মাস্তুলে উড়া স্বপ্নতরীর পাল।


বিলুপ্তের পথে শব্দহীন স্রোতে
জোনাক সুরভি সন্ধ্যার স্নিগ্ধ আবেগ
নির্বাক দাঁড়িয়ে শুনি
সময়ের হৃদয়হীনতার অপূর্ব মাদল ধ্বনি
জীবন্ত যন্ত্রের মতো নিজের রাজ্যে
মুকুটহীন নিবৃত্তি অধীশ্বর হয়ে।  
________________
২৪ এপ্রিল ২০১৭. ... এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®