নীলিমার প্রান্তরে শুভ বাসনার লুকোচুরি খেলা
বৃত্তহীন সীমানায় অস্পষ্ট পরিধি পেরিয়ে
কত শতাব্দী ঝরে যায়,
হারানো দিনের পাড় ভাঙ্গা জীবন ঘাটে।


প্রহরের পর প্রহর কেটে যায় নির্বাক চেয়ে এভাবেই
নিব ভাঙা কলমের আর্তনাদ শুনে।


খেয়ালি অবসরে নীল চাদরের খরা বুকে
নির্দয় সময়ের অপ্রতুল হাহাকারের ধ্বনিতে  
পার্থিব প্রাপ্তির কার্নিশে আহত ঠোঁটের কম্পনে
উদাসী নীহার সিক্ত মাঠের চারিপাশে
বিবর্ণ ফুলের বুকে হারানো সুগন্ধের সন্ধানে।  


পৃথিবীর অনাদরি সময়ের নির্মমতায়
আর কত হারাবে যাপিত জীবনের পাণ্ডুলিপি।


বিকেলের উদাসী সমীরণে উত্তপ্ত পর্দা সরিয়ে
অবাক জীবন চলচ্চিত্রের হেঁয়ালিপনায়
অবহিত ঘড়ির কাঁটার বিরামহীন অস্থিরতায়
নিদ্রাহীন ডুবে থাকি অনন্তকাল
একাকী বেলার সাজানো সেই স্বপ্ন বাসরে।


ধূসর রঙ্গমঞ্চের বাক্যহীন সংলাপের আড়ালে
জীবনের অবিচ্ছেদ্য কঠোর বাস্তবতা
পুনরায় রচিত হয় এভাবেই যুগান্তরের ঘূর্ণিপাকে।
________________
২৭ এপ্রিল ২০১৭. ... এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®