তিন যুগ আগে কিশোর মন আমার
জলকেলী কিশোরীর সাথে খেলায় খেলায়
কত স্বপ্ন বুনেছি মোহময় আবেশে
মনের শূন্য মন্দিরে প্রেম প্রতিমার ছবি এঁকেছি
রাঙা প্রভাতের হাতছানিতে।

অজনা অচেনা এক স্নিগ্ধ হাসিমাখা মুখ
বেঁধে রেখেছিলাম পরম নিবেদনে
কল্পনায় দ্বিপ্রহরে কিশোর মনে অসংখ্য
স্বপ্ন দেখেছি নতুন দিনের আশায়  
মনের অজান্তে অজস্রবার দাঁড়িয়েছি
জলকেলী কিশোরীর নিভৃত দ্বারে
চন্দ্রমল্লিকার হার হাতে নিয়ে।

ধীরে ধীরে কত সহস্র বার সময়ের দাঁড় টেনে
ঘড়ির কাঁটার বুকে কাঁটা এসেছে
জলকেলী কিশোরীও যৌবনে পা'রেখেছে
আমিও কিশোরের সীমানা পেরিয়ে
নির্দ্বিধায় চলেছি গন্তব্যহীন পথে।  


কত হাওর নদী সাগর পেরিয়ে ছুটেছি
দেশ দেশান্তরে ফেলেছি নোঙ্গর কত বন্দরে।


চার যুগের চরণ-চরণে এখনো
কিশোরী জলকেলী স্বপ্নে এসে দোলাদেয়
হৃদস্পন্দন বেড়ে যায় শত গুন  
এখনো আমি দাঁড়িয়ে হৃদয়ের অর্ঘ্যদানে
জলকেলী কিশোরীর স্বপ্ন স্নানে।  
________________
Wednesday  May 2017
বুধবার ২০ বৈশাখ ১৪২৪
গ্রীসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®