রাতের নিস্তব্ধতা যখন নেমে আসে ধরণির বুকে
নির্ঘুম জেগে থাকি আমি
আর জেগে থাকে আমার কলম
কবিতার বুকে নির্বাক আঁচড়ের কষ্ট নিয়ে।
কলমের পাঁজর ভাঙা রেখায়
ভেসে উঠে কতো দিগন্তের অজানা
নিসর্গের সীমানার ব্যথিত শিশিরের অশ্রু।


পরিক্ষিপ্ত স্বপ্নের কাঁধে মাথা রেখে একাকী  
নিশ্চুপ দাঁড়িয়ে থাকি
বর্ণমালার নিষ্ঠুর আলিঙ্গনে
কবিতার খাতার নির্বাক রেখার আড়ালে।
কতো পূর্ণিমা নিশি জেগেছি
একাকী আমি আর আমার কলম
লিখেছি ষোড়শী চাঁদের মায়াবী জ্যোৎস্নার গল্প
হাতে হাত রেখে দু'জনা
সেই বিম্বিসার অমরাবতীর দেশে হারিয়ে।


স্বপ্নের দ্বারে নিষ্ঠুর করাঘাতের অদ্ভুত শিহরণে
হয়েছি ভ্রান্ত পথের পথিক
গোধূলি বেলার অবিশান্ত আলো আঁধারে
নিষ্পলক হেঁটেই চলেছি দু'জনা
অনন্ত দিগন্তের বুকে বাকরুদ্ধ অবিষ্ট ঘোরে।
যখন নিকষ আঁধার ঘনিয়ে আসে  
কলমের নিবে বিষাদ বসন্তের বিরহ ব্যথায়
তখন সৃষ্টি হয় নতুন কবিতা
কলমের পাঁজর বিদীর্ণ হয়ে কাগজের বুকে।
________________
Tuesday 02 May 2017
মঙ্গলবার  ১৯ বৈশাখ ১৪২৪
গ্রীসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®