আমার প্রতি সবার অভিযোগ সর্বদাই রয়েছে
কখনও বন্ধুত্বের দোহাই দিয়ে হেসে হেসে
কখনও ভালোবাসার নামে-আদরে
তীক্ষ্ণ চোখে বাঁকা ঠোঁটের অভিমানী হাসিতে।


বন্ধুদের অভিযোগ-
তাদের ব্যক্তিগত বার্তা দেইনা কেন?
'একান্ত ব্যক্তিগত'
প্রেয়সীর অভিযোগ-
মন খুলে তাকে সময় দিচ্ছি না কেন?
তার সময় মত,
'তার একান্ত প্রাপ্য অনুযায়ী'


শুভাকাঙ্খীদের অভিযোগ-
তাদের মূল্যবান মন্তব্যের উত্তর দেই না কেন?
'তাদের মতো করে'


লেখক বন্ধুদের একান্ত অভিযোগ-
'আমার প্রতি'
তাদের লেখা সময় নিয়ে পড়ি না কেন?


আরো অজস্র অভিযোগ আছে আমায় ঘিরে-
ফেসবুকে অভিযোগ,
ভাইবারে অভিযোগ,
ইমোতে অভিযোগ,
হোয়াটস আপে অভিযোগ,
মেসেঞ্জার এ অভিযোগ,
মোবাইল অভিযোগ,
জীবনের পদে পদে অভিযোগের বোঝার ভারীতে,
আমি নিজেই তলিয়ে যাচ্ছি প্রতিনিয়ত,
জীবন চলার পথের ক্লান্ত নদীর প্রবল স্রোতে।


কিন্তু কই !!!
কেউ তো জানতে চায় না আমি কেমন আছি,
আমার মুখ এতটা মলিন দেখাচ্ছে কেন,
আমার দিনকাল কেমন যাচ্ছে,
'আজকাল'
আমার চোখের কোণায় কালো মেঘ ক্রমশ কেন জমছে,
আমার নিঃশ্বাস দিন দিনে এত ভারী হচ্ছে কেন,
ঠোঁটের হাসি বিলীন হয়েছে কেন,
'কষ্টে পরিপূর্ণ হয়ে'
কেউ তো জানতে চায় না, কেউ না
কেউ জানত চায় না............
কখনই না...............
__________________
Friday 21 July 2017
শুক্রবার ৫ শ্রাবণ ১৪২৪ বঙ্গাব্দ
গ্রীসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
© Copyright সংরক্ষিত ®