( একটি ইংরেজি কবিতা পড়ে অনুপ্রাণিত হয়ে লিখলাম )


বাসের ভিতরে তরুণী এক আনন্দে হাসি মাখা মুখে,
হাতে ছিল একটি গোলাপ হঠাৎ পড়ে গেলো নিচে।
ফুলটি যখন তুলে দিলাম আমি ওই তরুণীর হাতে
ধন্যবাদ জানালো সে মহা আনন্দে মুগ্ধ হাসি হেসে,
তখন তার একটি কাঠের পা পড়লো আমার চোখে।
মনে মনে বলি ক্ষমা করো ঈশ্বর আমার আছে দু'টি পা,
আমি পরম সুখী এই পৃথিবীতে, এই পৃথিবী আমার।


দেখলাম এক দোকানে চকোলেট কিনবে এক ছেলে,
এক হাতে ব্যাগ ছিল অন্য হাতে ছিল কিছু টাকা নিয়ে
এসে বলে আমায় চকোলেট দিন আর নিন টাকা,
আমি দেখি ছেলেটির মলিন মুখ হাতে সাদা ছড়ি,
ছিলোনা তার দু'টি চোখ ছিল চারিপাশে আঁধার
তখন বলি ক্ষমা করো ঈশ্বর আমার আছে দু'টি চোখ,
আমি পরম সুখী এই পৃথিবীতে, এই পৃথিবী আমার।


দূরে দেখি রাস্তার পাশে এক শিশু দাঁড়িয়ে শুধু হাসে,
দেখে অন্যদের খেলা আনন্দ আর বাক্যহীন মুখে,  
কাছে গিয়ে বলি যাও তাদের সাথে খেলো আনন্দে,
আমার কথা কিছুই বোঝেনা অবাক নয়নে চেয়ে,
শিশুটি শ্রবণ শক্তিহীন সবাই বধির বলে তাকে,
তখন বলি ক্ষমা করো ঈশ্বর আমার আছে শ্রবণ শক্তি,
আমি পরম সুখী এই পৃথিবীতে, এই পৃথিবী আমার।


দু'পা দিয়ে হেঁটে যেখানে ইচ্ছে যেতে পারি অনায়াসে
দু'চোখে চোখে দেখি সুন্দর সূর্যাস্ত চাঁদ দেখি উল্লাসে,
দু'কানে শুনি আমি কতো সুন্দর রূপকথার গল্প গান
মনের মাধুরী ঢালা অজস্র পাখিদের মধুর কলতান,
হে ঈশ্বর,আমায় ক্ষমা করো,আমায় করেছো পরিপূর্ণ  
সৃষ্টিকর্তা তুমি দয়াময় তোমার করুণায় আমি ধন্য।
________________
Monday 01 May 2017
সোমবার ১৮ বৈশাখ ১৪২৪
গ্রীসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®