অদৃশ্যের প্রশান্ত প্রাপ্তির গভীর ভাঁজে
আর বাকি নেই কিছুই,
যা আছে শুধুই ধূসরতার মলিন ছায়া
মৌনতার বিম্ব আঁকড়ে ধরে
নিরাশার তাড়নায় সুপ্ত প্রভাতে
অর্থহীন ভালোবাসার নীরব গুঞ্জন।


অবশিষ্ট নেই তোমাকে নিয়ে কোনো
স্বপ্ন প্রলাপের অমৃত কিছু রচনা
দীর্ঘ নিস্তব্ধ রাতের আঁধারে
যে'টুকু বাকি আছে
শুধুই প্রবঞ্চনার দাগ কাটা ঘরে
ব্যাকুলতার কিছু স্পর্শ মাত্র।


অযথা ছুঁয়ে থাকে তোমার গন্তব্যহীন
পথচলার স্রোতের কালো রেখা
ব্যথার রাত্রি যাপনের শেষে
অহেতুক তোমায় নিয়ে কাব্য লিখার
ব্যর্থ চেষ্টায় নির্বাক সময়ে
স্বপ্নহীন চোখে অপলক জেগে থাকা।


কেবল দগ্ধ পাঁজরের শূন্যতায়
একাকিত্বের নিষ্ঠুর রজনীর পদচিহ্ন
জীবনের নিস্তব্ধ নিস্বন গানে
নির্জনে ভরে দিয়ে যায়
অসীম বিষণ্ণতায় ভরা ধূসর প্রতীক্ষা
বিলুপ্ত ইতিহাসের মলাটহীন খাতার পাতায়  
__________________
Wednesday10 May 2017
বুধবার ২৭ বৈশাখ ১৪২৪
গ্রীসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®