চলো হৃদয়ের সীমান্তে গিয়ে দাঁড়াই
নিঃশ্বাসের দূরত্ব ভেদে মনের স্পর্শের বন্ধনে
মায়াবী জ্যোৎস্নার আঁকা আল্পনার ভিড়ে
সীমাহীন সুখ স্বপ্নের আভাসে-আনন্দে
সন্ধ্যা মালতির সৌরভী তারা ঝরা আঁচলে
জোনাক জ্বলা রাতের মৌনতা মাখা প্রহরের বুকে।


চলো হৃদয়ের সীমান্তে গিয়ে দাঁড়াই
নীলিমার বুকে মাধুরী নীরদ প্রণয়ের আহ্বানে
লাজে ছুঁয়ে ছুঁয়ে যাওয়া স্নিগ্ধ শিশির অননে
রজনী জাগা পল্লবী সমীরণের শিহরণে
নির্বাক চোখের অবাক করা অভিমানী ক্ষণে
উষ্ণ আলিঙ্গনের ছোঁয়ায় বেড়ে যাওয়া হৃদস্পন্দনে।


চলো হৃদয়ের সীমান্তে গিয়ে দাঁড়াই
অভিলাষী আকাশে মেঘমল্লিকার ঘনিষ্ঠতায়
ষোড়শী ঠোঁটের চুম্বনের অমৃত সুধা পানে
সাঁঝবেলার সুখ আয়নার মিলন আকর্ষণে
সূর্য বিরহের ঝিরিঝিরি নির্জনতায়
বিথিকার ধুলোপথ পেরিয়ে আনন্দ নির্মলতার দ্বারে।


চলো হৃদয়ের সীমান্তে গিয়ে দাঁড়াই
নিজেদেরকে বিকশিত করে নব উদ্যোমে
বিবর্ণ মিশ্রিত স্বাদের অনুযোগী কথোপকথনে
নির্নিমেষ দৃষ্টিপথের আলোকিত বাতায়নে
সুখস্বপ্ন ছড়ানো সেই প্রতীক্ষিত নিয়নে
মধ্যেরাতের ইচ্ছে আঁচল বিছানো বিনিদ্র প্রাঙ্গনে।
__________________
Thursday 13 July 2017
বৃহস্পতিবার ২৮ আষাঢ় ১৪২৪ বঙ্গাব্দ
গ্রীসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
© Copyright সংরক্ষিত ®