বৈশাখী দুপুরে মেঘ নূপুরের ছন্দে মিশে
বিহঙ্গের পাখা থেকে ফোঁটা ফোঁটা জল ঝরছে    
মৃত্তিকার পিপাসিত বুকে দহন পাঁজরে।
পাতাঝরা বাতাসের দমকা দাপটে
জলকলির ব্যাকুল স্পর্শে
নিভৃত জানালার কাঁচে এঁকে যায়
নিদারুণ আহ্লাদিত আল্পনার নিখুঁত কারুকাজ।


দিগন্তের শেষ প্রান্তের মেঠোপথে
অধীর তৃষ্ণিত মাটির সুগন্ধে মুখরিত চারিপাশ
সাগরিকা আঁচলে সবুজ শ্যামল প্রান্তরে
বর্ষণমুখর প্রহরে মাধুরী তন্দ্রার মিষ্টি আবেশ।
পদ্মআঁখির আধখোলা দৃষ্টিতে
হাজার হাজার বিন্দু এসে জড়িয়ে যায়  
বৃষ্টি ভেজা মায়াবী উষ্ণতায়।


পান্থ পাখিরা ডানা মেলে উড়ে যায় কোন সে দূরে
আলতো কাজল কালো মেঘের আড়ালে
রংধনুর সাত রঙ এসে মিশে যায়
তটিনীর আলপথ অাঁকা বুকে
নিশ্চিন্তে একাকী মনের হরষে।
থৈ'থৈ জলে ধুয়ে যাওয়া পবিত্র পরিবেশে
তোমার ভেজা আঁচলের গিঁটভাঙা আঙ্গিনায়
অঙ্কিত করে যায় কিছু আগামীর অনিন্দ্য স্বপ্ন।
________________
২০ এপ্রিল ২০১৭ ... এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®