অপেক্ষায় ছিলাম দেখা হবে বৈশাখী বিকেলে
কোলাহলে মুখর জলসার ভিড়ে
আল্পনার দীপ্ত বর্ণিল ছায়া পথের বাঁকে
চিরন্তন অনিন্দ্য হাসি মেখে অধরোষ্ঠে।


শঙ্খচাঁদ হতে কিছু জোৎস্না ধার করে এনেছিলাম
তোমার সিঁথির আঁধার নিবারণে
এনেছিলাম কৃষ্ণচূড়ার একমুঠো মিষ্টি হাসি
উদাসী হওয়ার বুকে পূর্ণতার আল্পনা এঁকে দিয়ে
তন্ময় সুরের মূর্ছনায় রুপালি বিকেল,
পরাগ রেণুর উৎসবে বিমুগ্ধ বৈশাখী মালা
দীপাবলির উজ্জ্বল সময়ের মৌনতা।


খুঁজে ফিরি তোমায় সারিবদ্ধ কবিতার মিছিলে  
দগ্ধ ক্লান্ত নয়নের সীমাহীন অস্থিরতার আবেশে
থৈ'থৈ মানুষের ভিড়ে নির্মল চাহনির অন্তরালে।


আজ  তুমি এলেনা বলে এভাবেই
মিলে গেলো সব পথের ধুলোয় চৈতী দহনে
হারিয়ে গেলো আয়োজিত শব্দ মালার উৎসব
একাকিত্বের অব্যক্ত সময়ের সৈকতে দাঁড়িয়ে  
বিষণ্ণ প্রহরের মৃদুল বাতাসে উড়ে উড়ে
অপ্রাপ্তির জলজ চোখের পাতায়
ছল'ছল করে বয়ে যাওয়া দীর্ঘশ্বাসের নদী
সে'যে এক অনন্ত কালের অপেক্ষা,
এবারও মিথ্যে হলো আমার বৈশাখী অভিসার।
________________
১৫ এপ্রিল ২০১৭. ... এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®