তুমি জানো তোমায় ভালোবাসার পর থেকে
আমি আর পৃথিবীকে ঘৃণা করতে পারিনি কখনোই
কতবার সাজিয়েছি লাল ইটের সংসার
ভাবনার আকাশে ভেসে যাওয়া মেঘের ক্যানভাসে
কতবার ফিরে এসেছো তুমি সন্ধ্যার আকাশে রক্তিম আভায়।


সুরভিত সন্ধ্যায় এসেছিল কত বসন্ত সাজিয়ে ফুলের ডালি
জ্যোৎস্নার স্নিগ্ধতা নিয়ে স্বরূপী যৌবনের দ্বারে
তোমার প্রেমের মহিমায় হয়েছে বিবর্ণ
বিমোহিত হৃদয়ের আয়নায় শুধুই তোমার প্রতিচ্ছবি
সময়ের উদাত্ত আশার যবনিকায় দাঁড়িয়ে।


গোধূলির আলোর আঁচলে সাজিয়েছি স্বপ্নপুরী
বৃষ্টির জলে ভাসিয়ে দিয়েছি কত অব্যক্ত শব্দের তরী
সোনালী দিনগুলো হয়েছে তামাটে
তোমার বিদায়ের সেই নিদারুণ বিষণ্ণ প্রহরে
রূপালী তারারা ব্যথাতুর হৃদয় নিয়ে হারিয়েছে সময়ের পথে।


অদৃশ্যের দেয়ালে এঁকে দিয়ে নীল স্বপ্নের নকশা
বদলে গেছে জীবনের স্বরলিপি নির্বাক অধ্যায়ের অন্তরালে
অনুভূতিহীন নাটকের শেষ দৃশ্যের মতো
অবেলার বেমানান অভিমানী আকুতি ঠোঁটের গভীরে
নির্বোধ নিশ্চুপ সায়াহ্নে নীরব স্বপ্নলোকের বুকে।


আশার ব্যঞ্জনায় জোড়াতালি দেয়া শব্দমালা
নিঃশব্দের বিষাক্ত ছোবলে হারিয়েছ জীবনের আঁধারে
গন্তব্যহীন বিদীর্ণ পথের মরিচীকায়
মলাটহীন বইয়ের গলিত শব্দের মিছিলের  
ধোঁয়াটে ভবিষ্যতের অনিশ্চিত পাণ্ডুলিপির পাতার ভাঁজে।
________________
০৮ এপ্রিল ২০১৭. ... এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®