কথা ছিল দু'জনার শ্রাবণের প্রথম বৃষ্টিতে ভিজবো একসাথে
তোমার কোলে মাথা রেখে দেখবো চাঁদের লুকোচুরি খেলা
চন্দ্রকান্তা সন্ধ্যা তারার সাথে গল্প করবো কৃষ্ণচূড়ার ছায়ায়
নিস্তব্ধ রাতের নিরালে মৌন শিশিরে শিহরিত হবো
ভেজা কদম ফুলের সুরভিত হাতছানির সিক্ত উচ্ছলতায়।


পূর্ণিমার মাধুরী আলোয় ঘাসফড়িং-এর খেলা দেখবো
রাত জাগা আকাশে রজনীগন্ধার পাপড়ি মেলে
ব্যাকুল বাতাসের বুকে প্রেমের সুরে স্বপ্নের ঢেউ জাগাবো
আধো ঘুম চোখে উচ্ছ্বাসিত জ্যোৎস্নায় উষ্ণ প্রেমের ছোঁয়ায়
দু'বাহুর বন্ধনে বেঁধে গোধূলির রঙে মন রাঙাবো।  


আঁচলে ঢাকা প্রদীপ শিখায় মনের আঁধার দূরে সরিয়ে
নিযুত অজস্র ভাবনার নক্ষত্রগুলো নেমে এসে
জড়াবে তোমার শাড়িতে, আষাঢ়ী মেঘের স্নিগ্ধতা নিয়ে
স্বর্ণলতার প্রগাঢ় আলিঙ্গনে হৃৎপিণ্ডের স্পন্দনে বিমূর্ত ছোঁয়ায়
পুলকিত হৃদয়ে ভোরের উঠোনে ভ্রমরের গুঞ্জনে দু'জন হারাবো।


চৈতি বিকেলের সোনালী আলোর বুকে লিখবো কবিতা
মন উড়ে যাবে অথৈ নীল আকাশের ওপারে
নির্লিপ্ত দৃষ্টিতে মেঘমালা চেয়ে চেয়ে দেখবে প্রেম প্রণয়
নিরক্ষ রেখায় তোমায় বসিয়ে সোনালী সূর্য খোঁপায় পড়াবো
টোলপড়া গালে ছুঁয়েদেব আদুরী স্পর্শের প্রলুদ্ধ প্রেম।
________________
০১ এপ্রিল ২০১৭. ... এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®