জীবনের সাথে যদি দেখা হয় কখনো পুনরায়
প্রশান্ত অক্লেশ মনে অর্থি অখিল দ্বারে
বিকেলের বিমর্ষ রোদে গোধূলির সন্ধ্যা আবীরে
বিস্তীর্ণ সন্ধ্যার আঁচলে তাচ্ছিল্যের বেড়াজালে
যখন প্রহরগুলো হারায় আঙুলের অচেনা রেখার ভাঁজে।


আঁশহীন সাগরের প্রকম্পিত সমীরণে ভেসে
সবিতার প্রভাতস্নানের উরুদ্বয় জমাটবদ্ধ উঠোনে  
নির্বাক নয়নে লুন্ঠনের অলীক স্বপ্ন বিলাসে
পঙ্কিল রাতের নীহারিকা ঝরে পড়া অবাক আল্পনায়
অচেতন মনের প্রত্যাশায় অলাতশিলা হৃদয়ের গভীরে।


হে জীবন তুমি  কি জানো?
তোমার জন্য অনুভূতির দুরন্ত শিকড় ছিঁড়েছি কতবার
ভ্রান্ত মায়াজালে তোমার সন্ধানে হয়েছি বাউণ্ডুলে
কৈলাসী আঁধারে হারিয়েছি কত অলুদ্ধ দুর্বৃত্ত চিন্তায়
অশ্লেষা আহরণের অপেক্ষার প্রতিচ্ছবিতে।  


স্বৈরাচারী সময়ের পথে একাকিত্বের মহোৎসবে মেতে
আমি হেঁটেই চলেছি দগ্ধ প্রান্তরে উত্তপ্ত বিরান চৈতিবেলায়
ব্যর্থতার গ্লানি নিয়ে অবিশ্বাসের পরাভূত শূন্যতায়  
রচিত করেছি নির্লিপ্ত দৃষ্টিতে কিছু অব্যক্ত পংক্তিমালা
অস্তিত্বহীন স্তব্ধ ইতিহাসের প্রাণহীন অঋদ্ধ পাতায়।
________________
৩১ মার্চ ২০১৭. .... এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®