অপেক্ষার কথা বলছো,
আমি করেই যাচ্ছি অপেক্ষা আদিগন্তের সীমানায় দাঁড়িয়ে
নীরব প্রণয়ের এক চিলতে কুমারী সুবাসে
নির্দয় সময়ের বিদীর্ণ আঙিনায়,
বিদগ্ধ দিনের অরুণাচলের পথের সান্ত্বনায়।  


সুনীল আকাশের বুকে ভাসিয়ে দিয়ে কতো দীর্ঘশ্বাস
প্রমজ নদীর তীরে ষোড়শী নীল তারার দেশে,
প্রতীক্ষার ক্ষীরোদ অর্ণবের কূল ভাঙ্গা শব্দের সেই
নিরুত্তর প্রশ্নের সঙ্গাহীন ব্যাকুলতায়।


হয়তো লেখা হবে অপেক্ষার এক ভাষাহীন কবিতা
নির্ঘুম রাতের শূন্য বিছানার ক্রন্দনের ভাঁজে ভাঁজে
যখন নিয়তির জোড়াতালি দেয়া প্রত্যাশারা
জমাট বাঁধা অপেক্ষার পাহাড় হতে গলে গলে পড়বে
প্রভাতের ঘাসের বুকে শিশির হয়ে।


হয়তো একদিন এভাবেই অব্যক্ত অপেক্ষার যবনিকা
টানা হবে কোন নির্বাক প্রহরে,
এক বিষণ্ণ গোধূলির নিঃশব্দের অন্তরালে  
নিঃশ্বাসে গেঁথে নেয়া অতীতের গভীর আলিঙ্গনে।
________________
২৮ মার্চ ২০১৭. .... এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®