শঙ্খনীল কারাগারে বন্দী সমাপ্তিহীন কবিতা,
শব্দরা হারিয়েছে বিহঙ্গের মতো দিগন্তের মরীচিকায়
মিতালি সখ্যতার অনুরক্ত অভিমানে
তৃণবৎ শৈল্পিক বুননে কখনোই আঁকা হয়নি,
কৈশোরের নিবিড় প্রেমের প্রতিচ্ছবি সময়ের ক্যানভাসে।


ঈশিকার আঁচড়ের দক্ষতায় অঞ্জলি ভরে দিয়ে আঁচলে
শব্দরা ঘুমায় কোন বাঁধ ভাঙা ঈশান কোণে,
পারদর্শী তীরন্দাজের মতো ছুঁড়ে দেয়া শব্দের বর্শা  
খোশ আমদেদ জানায় কবিতার উছলে,
শূন্য মস্যাধার আড়ালে কালিহীন কলমের অব্যক্ত আর্তনাদে
ভেসে উঠে বর্ণালী ব্যর্থতা বিচ্ছুরণের শুভ্র বুকে।


স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণের বেড়াজালে বেদুঈন বর্ণমালাগুলো
নির্বাক নয়নে চেয়ে থাকে কবিতার অসম্ব্রৃত শরীরে
তজ্জনিত অনুভূতি লুকিয়ে থাকে শব্দের ভাঁজে,
কবির চেতনার বটবৃক্ষ নির্বাক কেঁপে কেঁপে উঠে অপ্রত্যাশীত
কালবৈশাখীর আঘাতে,কবিতা অধীর ব্যাকুলতায় দরজা বন্ধ করে  
অস্তাচল গোধূলিতে রক্তিম আবীরে ভাষাহীন মৌনতায়।
________________
২৭ মার্চ ২০১৭. .... এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®