দেয়ালে ঘুণে ধরা ফ্রেমে বাঁধা মলিন গল্পকথা
গোধূলির আগুন ঝরা সন্ধ্যায় বুকের পাঁজর ভেঙে
উড়ে সিক্ত বাতাসে জ্বলন্ত প্রজাপতির ডানা,
কিশোরী বাতাস লিখে যায় শতাব্দীর প্রেম আলাপন
কাজল কালির গভীর অভিমানী পালকের আঁচড়ে
ঝরা পাতার হলুদে বুকে মৃত্তিকা আলিঙ্গনে।


আজ স্বর্ণ প্রদীপ হয়েছে বিষাক্ত অবাঞ্চিত কষ্ট সৌরভে,
আমি ঝিঁ'ঝির কান্না শুনি অতৃপ্ত তৃষ্ণার আহ্বানে
অতীতের অপূর্ণতার আগুন উত্তাপে,
শিহরিত হয় বিহঙ্গ, মর্তের আঁধারে নিগূঢ় নীরবতায়
সঙ্গীহীন রাতের দুঃস্বপ্নগুলো দহনের দাবানলে পুড়ে
ভস্ম হয় অন্তঃপুরে, নিঃসঙ্গ বিছানার ক্রন্দনে।


বিচিত্র পৃথিবীর এই নানা অবাক বৈচিত্রের সম্ভারে
মৃন্ময় আল্পনার দৃশ্যপটে শুধুই শব্দহীন পদচলা
কল্পিত কোন এক মায়াবী জগতের বিরান আঙিনায়
যমদূতের গর্জনে বৈরী বাতাসে অশান্ত অভিমানের
লেলিহান শিখার দীপ্ত সীমান্তে, অদৃশ্যের ভ্রান্ত মায়াজালে
সান্ত্বনার তৃপ্ত অভিসার ডাকে নির্বাসিত নিবেদনে।
________________
২৬ মার্চ ২০১৭. .... এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®