আমি সেই ভয়াল পঁচিশে মার্চের কথা বলছি
আমি সেই ঘৃণিত কালো রাতের কথা বলছি
রক্তাক্ত ইতিহাসের সবচেয়ে ঘৃণ্যতম কুকর্মের কথা বলছি
বিভীষিকাময় সেই ভয়ংকর নৃশংস আঁধারের কথা বলছি
রক্তখেকো কাপুরুষোচিত জংলি কুকুরদের কথা বলছি
নির্দয় ও পৈশাচিক পাক মিলিটারিদের বর্বরতার কথা বলছি
ঘুমন্ত নগরে নেমে আসা নিষ্ঠুর ও অমানবিক হত্যার কথা বলছি
থরথর কেঁপে উঠা বুলেটের গর্জনে রঞ্জিত রাজপথের কথা বলছি।


নিরীহ নিৰ্দোষ মানুষের সম্মিলিত আর্তনাদের কথা বলছি
সন্তান হারানো মমতাময়ী মায়ের আর্তনাদের কথা বলছি
ভাইয়ের লাশ কোলে করে বোনের প্রলাপের কথা বলছি
চুড়ি ভাঙা কপালের সিঁদুর মোছা সদ্য বিধবার কথা বলছি
বাবা হারানো নিষ্পাপ শিশুটির অব্যক্ত কষ্টের কথা বলছি
বাংলার পথে ঘাটে পড়ে থাকা অগণিত লাশের কথা বলছি।


আজো সেই পচা লাশের গন্ধ বাংলার আকাশে বাতাসে ভাসে
আমি আজো শুনতে পাই সন্তান হারানো পিতার কান্না  
স্বামী হারানো স্ত্রীর করুণ আর্তনাদ,
পিতা-মাতা হারানো সন্তানের বুক ফাঁটা আহাজারি।


আজো আমি বিনম্র শ্রদ্ধায় নতজানু সেই শহীদদের প্রতি
যাদের রক্তের ফোটায় অর্জিত গর্বিত পতাকা
আজ পত্ পত্ করে উড়ছে স্বাধীন বাংলার মুক্ত আকাশে
তাদের জন্য নিবিড় প্রার্থনায় দু'হাত উঠানো সর্বদা।
________________
২৫ মার্চ ২০১৭. .... এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®