আমি হেঁটে চলেছি নির্জন খড়ের মাঠ পেরিয়ে
দেখেছি ঘণ কুয়াশার বুকে জোনাকির আবীর
আরো শুনেছি হলুদ পাতা ঝরা শরতের গান
টিনের চালে বৃষ্টির উদ্দাম নৃত্যে মাটির সুঘ্রাণ।


দেখেছি নদীর তীরে বট গাছের লাল লাল ফল
পড়ে আছে নির্জনে জ্যোৎস্নার উঠোনে একাকী
শরীরে মাটির সুবাস মেখে ডাহুকের মুগ্ধ মেলা
হিজলের জানালায় আলো আর বুলবুলির খেলা।


নরম জলের নদী বয়ে যায় সন্ধ্যার আঁধারে
নীলাভ নোনা বুকে পড়ে থাকে অশত্থের পাতা
বনের গভীর ছায়ার নিচে বেতুলের বড় ঝাড়
আমায় পিছু ডাকে মৃত্তিকার মায়া বার বার।  


বকের ছানার ডাক শুনতে পাই দুরন্ত সৈকতে
ধু'ধু মাঠ বালুচর ধানক্ষেত বলাকার কোলাহলে
সহসা উজান জলে আকাশের উদাসী মুখ ভাসে
শেষ আলো নিভে গেলো দিগন্তে প্রভাতের আশে।


আকাশ ছড়িয়েছে নীল গগণ গগণের ওপারে
রাত হেঁটে চলে রাতের সাথে নক্ষত্রের আড়ালে
হাতে হাত রেখে কার্তিকের মিষ্টি মিষ্টি রোদ্দুরে
ভালোবাসার আহ্লাদ মেখে মায়া মমতা জুড়ে।
________________
২৪ মার্চ ২০১৭. .... এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®