এবার চলে এসো সখি
নাকের নোলকের আবির ছড়িয়ে,
পাতার নূপুরের মূর্ছনায় হৃদয় জড়িয়ে,
উদাস দুপুরে অরণ্যের কুটিরে,
অশান্ত মনের আঁধারে দীর্ঘ প্রহরে,
জীবন মালঞ্চের তৃষ্ণার্ত করিডোরে,
নন্দিত বৃষ্টির আত্ম শুদ্ধতার স্নিগ্ধতা নিয়ে।  


এবার চলে এসো সখি
জ্যোৎস্না ভেজা চাঁদ সিঁথিতে পরাবো,
কবিতার ছন্দের মধু প্রহর সাজাবো,
মায়ার বাঁধনে বেঁধে সময়ের চাবি,
নির্দ্বিধায় অতৃপ্ত মনে উল্লাস জাগিয়ে,
স্পর্শের সুখে দু'জন হারাবো,
অজানার মাধুরী পরিণয়ের বাসর সাজাবো।


এবার চলে এসো সখি
হয়তো মধুর প্রহরগুলো নীরবে হারাবে,
জীবনের চাওয়া পাওয়া অপ্রাপ্ত রবে,
অপেক্ষার সময়গুলো মাদল বাজিয়ে,
দু'নয়ন কোণে নোনা অশ্রু ঝরাবে,
অব্যক্ত বাসনা পথের ধূলিতে লুটিয়ে,
দহন নিশিতে জীবন যবনিকার পথ দেখাবে।
________________
১৫ মার্চ ২০১৭. .... এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®