মন খারাপের বিষণ্ণ বিকেলটা
রঙ্গিন রুমালে ভাঁজ করে,  
নীল খামে ভরে পাঠাবো তোমায়
সেই অজানা ঠিকানায়।


তারপর অনন্ত কালের প্রতীক্ষায়
কেটে যাবে মৌন প্রহর,
মনের কষ্টি পাথরে সময়ের নৈঃশব্দ
পরীক্ষার লুকোচুরিতে।


আধো খোলা বাতায়নের ওপারে  
পলকহীন দৃষ্টিতে চেয়ে থাকি,
গোধূলি আবীরে দিগন্ত সীমানায়
শুভ্র মেঘের মিছিলে।


ফাটল ধরা মনের বয়সী প্রাচীরে
নিমগ্নের গভীর সুখে,
হঠাৎ উড়ে আসা শুভ্র পায়রার
নূপুরের ধ্বনিতে।


খুঁজি ক্লান্তির ঠিকানা একান্ত মনে
ভাবনার ডুব সাঁতারে,
নির্বাক নিস্তব্ধতা নিশ্চুপ নির্জনে
নীরব শব্দহীন বন্ধনে।
________________
১৪ মার্চ ২০১৭. .... এথেন্স গ্রীস
   © Copyright সংরক্ষিত ®