একটি বৃষ্টি মুখর রাত
প্রবল বর্ষণে ধুয়ে দিয়ে গেল শহরের
অযাচিত যত সব আবর্জনা,
মেঘের গর্জন আকাশের কান্না বিদ্যুতের
চোখ রাঙানি সব মিলিয়ে,
এক ভয়াবহ রাত নেমেছে শহরের বুকে।


আতংকিত রাতের নির্জন প্রহরে
আকাশ ফাটানো মেঘের চিৎকারে হৃদয়ের
স্পন্দন বেড়ে যায় আরো শত ভাগ
মনে হয় এই বুঝি ভেঙে পড়লো পৃথিবীর সব
নিমিষেই চুরমার করে দেবে কোটি বছরের
মানব সভ্যতার সকল নিদর্শন।


আমি তৃতীয় তলায় বসে বৃষ্টির স্রোতে
ভেসে যাওয়া কতো কিছু শব্দ শুনতে পাই আঁধারে
শুধুই রয়ে যায় কিছু অগোছালো জীবনের
কষ্টের আবর্জনা ভাঁজ পড়া চাদরে
শতাব্দীর বিভাজিত অকৌশলীক গতি ধারায়
দুর্ভেদ্য ভাবনার কঠিন আস্তরণে।
________________
১৩ মার্চ ২০১৭. .... এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®