আমি কবি,
আমিই সেই কবি,
নির্বিঘ্ন এই পৃথিবী'র বুকে ইচ্ছের নির্দ্বিধায়,
নিঃশব্দের নীরবতা ভেঙে অনন্তকাল বাঁচার সাধ,
কল্পলোকের স্বপ্নীল ইতিহাস রচিত পাতায়,  
কাব্যের সুরে নূপুরের ঝংকারে।

আমি কবি,
আমিই সেই কবি,
তপ্ত নিঃশ্বাসের উষ্ণতা'র দূরত্বে দাঁড়িয়ে,
হাস্নুহেনা'র স্বর্গীয় সুগন্ধ মেখে নিদ্রাভিভূত শরীরে,  
নিকষ মেঘ তাড়িয়ে সোনালী রোদ্দুর পেরিয়ে,  
আমি হারিয়ে যেতে পারি হৃদয়গ্রাহী স্বপ্নঘোরে।


আমি কবি,
আমিই সেই কবি,
সন্ধ্যেবেলা'র নিয়ন আলো ছড়িয়ে ইচ্ছেমতো,
মাথা পেতে দিয়ে প্রেয়সীর নিভৃত মনোলোভা কোলে,
বর্ণমালায় সাজাতে পারি হৃদয়ের অনুভূতিগুলো,
শান্তিপূর্ণ চলিত প্রথার বুকে প্রণয়ের বাসরে।


আমি কবি,
আমিই সেই কবি,
ম্রিয়মান পৃথিবী'র বিভ্রান্তির অনুরূপতায়,
স্বপ্নলোকে নতুন ভূবন গড়তে পারি নির্লিপ্ত শূন্যতায়,
নিজেকে গুটিয়ে নিয়ে মনের উদ্বেলিত কুঞ্জন থেকে,  
হারিয়ে যেতে পারি আলোকবর্ষের পঞ্জিকায়।
________________
১০ মার্চ ২০১৭. .... এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®