কোন শ্রাবণে প্রথম বৃষ্টির ফোঁটা হয়ে নীরবে
স্পর্শ করে যাবো তোমায়,
আতশ ঝরা গ্রীষ্মে শীতল বাতাস হয়ে
আলতো করে ছুঁয়ে যাবো তোমায়,
আমার অব্যক্ত স্বপ্নগুলো কাঁপা ঠোঁটে লুকিয়ে
আশাহত নিবিড় একাকিত্বে পথের সঙ্গী হবো তোমার।


কান পেতে শুনবো তোমার দীর্ঘশ্বাসের কারণ
হিমশীতল রাতে জড়িয়ে থাকবো
হৃৎপিণ্ডে উষ্ণ স্পন্দন হয়ে,
তোমার নিঃশ্বাসের সুগন্ধে সুবাসিত করবো জীবন
ষোড়শী যৌবনের মধুমাখা স্বপ্নের আঁচলে
অমানিশা প্রহরে বাঁধবো গভীর আলিঙ্গনে পূর্ণতায়।


তোমার মায়াবী চোখের দুর্ভেদ্য প্রাচীর ছায়ায়
গড়বো আমার স্বপ্নের স্বর্গ কুটির।
হৃদয়ের সর্বস্ব দিয়ে তোমায় ভালোবেসেই যাবো
অনন্তকালের পথ চলার সব ক্লান্তি ভুলিয়ে,
প্রতিক্ষণ তোমায় অনুভবের আল্পনায় এঁকে এঁকে  
অচেনা বৃত্তের অনিন্দ্য সুন্দর উপন্যাস হবো জীবনে।
________________
০৮ মার্চ ২০১৭. .... এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®