যখন তুমি বল "ভালোবাসি"
উপেক্ষিত সময়ের হৃদয় চিঁড়ে নেমে আসে দুর্লভ বর্ণিল
স্বপ্ন গুলো চোখের তারায়, একে একে আনন্দে হেসে
প্রজাপতির নিঃশ্বাসে ভেসে উঠে আদিগন্তের নক্ষত্রের আলপনা
চিকচিক বালুচরে সোনালী প্রদীপ উল্লাসে আলো ছড়ায়
মনের আঁধার নিবারণে অজস্র জোনাকির ঝাঁক।


যখন তুমি বল "ভালোবাসি"
রংধনুর সেতু বেয়ে নেমে আসে স্বর্গ হতে নীহারিকা গুচ্ছ
অরণী প্রহরের উৎসবে একাকিত্বের কষ্ট ভেঙে
শিশির সিক্ত গোলাপের পাপড়ি ঝরিয়ে স্বপ্নীল নয়ন পাতে
এক অদেখা অনাবিল সুখের পরশ জাগিয়ে মনের কোণে
মনের উষ্ণ উত্তপ্তে বিদায় নেয় বিষাদী সময়।


যখন তুমি বল "ভালোবাসি"
রক্ত করবীর গালিচা ভিজিয়ে মাধবী লতার হাত ধরে
মিলে যায় একে একে স্বপ্নে দেখা অনিন্দ্য আনন্দ
তিক্ত দিনের ক্লান্তির জল ফোঁঁটা ফোঁটা হয়ে মিশে প্রাপ্তির সুখে
বিছিয়ে দিয়ে যায় মনের দ্বারে শান্ত সৈকতের প্রশান্তি  
ভোরের স্নিগ্ধ আলোর মিছিলে নব জীবনের পূর্ণতা।


যখন তুমি বল "ভালোবাসি"
আচকমা দমকা হওয়া শিহরণ জাগিয়ে যায় হৃদয় গহীনে
অলস বিকেলের মৌনতায় বেজে উঠে প্রেমের সুর
নির্বাক সন্ধ্যার মিহি বাতাসে মালতীর সুবাস ছড়িয়ে নীরবে
যখন হাজার রঙের আঁধার মানিক হাসে জানালার পাশে
নিজেকে ত্রিভূবনের সর্বশ্রেষ্ঠ সুখী মানুষ বলে মনে হয়।
_______________
০৪/০৯/১৬......এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®