বিহঙ্গের শুভ্র পাখায় বৃষ্টির শিরোনামে
ধূসর আকাশে উড়িয়ে দিলাম চিঠি
তোমার এক মায়াবী ছোঁয়ার প্রত্যাশা নিয়ে।
প্রেমের সুবাস মেখে দিয়েছি কাগজে
বিষণ্ণ অভিমানগুলো মিটিয়ে দিয়েছি
ভালোবাসার সুনীবিড়স্পর্শে।


সুর্যস্নানে যদি পুড়ে যায় দেহ
হৃদয়ের মায়া ঢেলে বানিয়েছি আবরণ
ঠিকানা লিখেছি নীল কালি দিয়ে
কষ্টের রঙে রং মিলিয়ে
যেন তুমি বুঝতে পারো তুমিহীন কেমন আছি।


যখন প্রতীক্ষা শেষে সেই বিহঙ্গের শুভ্র পাখা হতে
একে একে চিঠির ভাঁজ তুমি খুলবে
তোমার চোখের কোনের ঘুমের ঘোর এক ভালো
লাগার ছন্দে হারাবে দূরে আরো দূরে
চিঠির নীল ভাষা তোমার হাসি ফোটাবে
ছলো ছলো চোখে নেশা ছড়াবে স্পর্শে।


তোমায় বুঝিয়ে দিবে একে একে
এই চোখ এই হৃদয় এই জীবন
তোমায় ছাড়া কত একা
কত শূন্যতায় পরিপূর্ণ।
________________
১৮/০৬/১৬.........এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®