প্রেয়সীর প্রশ্ন আবেগি চোখে। ......
বলত প্রিয় সত্যি করে .....
''আমাকে তোমার কেমন লাগে''


অব্যক্ত স্বরে অভিসারী হেসে বলি।
''তোমাকে আমার কেমন লাগে''
এই কেমন লাগাটা যদি একটি স্বর্ণ পদক হতো
সেই স্বর্ণ পদক দিয়ে গড়তাম একটি অলংকার
কণ্ঠে পরে অনুভব করতাম প্রতি মুহূর্তে
উপলদ্ধি করতাম হৃদয়ের গভীরে স্পন্দন ধ্বনি
তোমার চোখে ভেসে উঠা আগামীর বর্ণিল স্বপ্নের হাসি
তোমার স্পর্শে আমি হতাম পরিপূর্ণ।


তোমার শরীরের সুগন্ধে মুখরিত হত মনের বাতাস
তোমায় পবিত্র আশ্রয়ে রাখতাম হৃদয় ছোঁয়া মায়ায়
তোমায় নিয়ে হাসতাম আহ্লাদ করতাম একাকী
লুকিয়ে লুকিয়ে অভিমান করতাম মনে মনে।


যাক সে সব হলনা কিছুই !
বিধাতার নির্মম পরিহাসের আচমকা বাতাসে
স্বপ্নের লাল নীল ঘুড়িগুলোর সুতো কেটে দিয়ে নিমিষে
ভালোবাসা হলো মরুভূমির মরিচিকা।
হৃদয় নদীতে ভাসিয়ে ছিলাম বাসন্তি পালের নৌকা
গোধূলীর ঝড়ে ভেঙ্গেছে আশা নদীর তীর
ঝরে পড়ে অপাঙ্গে সকল আশা নিষ্ঠুর অবেলায়।


আজো মনের গভীরে লুকিয়ে আছে অব্যক্ত তৃষ্ণা
বিন্দু বিসর্গের তীরে দাঁড়িয়ে শুধুই আনমনে
অব্যক্ত অদৃশ্যের অনুভূতিতে না হয়ে যদি
আমার চোখের সামনে হত দৃশ্য মান
তোমায় হৃদয় খুলে দেখাতাম
তবেই তুমি বুঝতে ........
''তোমাকে আমার কেমন লাগে''
____________
১৮/০৪/১৬..এথেন্স,গ্রীস