রিম ঝিম বৃষ্টি, আদ্র পরিবেশ দুরে ঠেলে,
কে এলো?
সকালের হিমেল হাওয়া বয়ে চলেছে।
কাশবনে কাশফুল ফুটেছে।
অনুমান করিনি শরৎ যে এসেছে!


বর্ষার মেঘলা আকাশ মুক্ত করে,
কে এলো?
প্রভাতে শিশিরকণা জ্বলছে।
বন্যা মানুষকে অতিষ্ঠ করছে।
অনুমান করিনি শরৎ যে এসেছে!


শীতের আভাস বহন করে,
কে এলো?
কোমল বাতাস বাগানে ঢেউ খেলছে।
নদীর পানি, স্রোতধারা কমে যাচ্ছে।
অনুমান করিনি শরৎ যে এসেছে!


মানুষের মনে সুখের পবন বহন করে,
কে এলো?
কৃষক সোনালি বীজ বোনাচ্ছে।
নব ফসলে গোলা ভরার স্বপ্ন দেখছে।
অনুমান করিনি শরৎ যে এসেছে!


চাষিদের শ্রমে ঠেলে, প্রকৃতি অপূর্ব করে,
কে এলো?
চারদিকে সবুজাভ, সুগন্ধ বিস্তার করেছে।
শরতের আগমন সব কিছুকেই চাঙ্গা করেছে!
অনুমান করিনি শরৎ যে এসেছে!