কবিতা, গল্প লেখার এক দারুন অভ্যাস ছিল ৬ষ্ঠ, ৭ম, ৮ম শ্রেনী থাকতে। জীবনের সুখ, দুঃখ বা কোন অমানবিক আচরণ দেখলে তার প্রসঙ্গে লেখতে চেষ্টা করতাম। কখনো কবিতা, কখনো গল্প আবার মাঝে মাঝে উক্তিও লিখতাম। কিন্তু আমার কবিতা, গল্প, উক্তি গুলো সংগ্রহ করে রাখতাম না। কেন জানি না হঠাৎ অবচেতন মনে লেখা-লেখি থেকে হারিয়ে গেছি।
কিছু দিন আগে হঠাৎ আমার  facebook এ কবিতা দেয়ার ইচ্ছা হয়েছিল আর তখন আমি গুগল মামার কাছে বাংলা কবিতার ওয়েব সাইটের জন্য সার্চ দিই। তখন এই সাইট টা খুজে পাই।
কবিতার আসরে কবিতা পড়ে আবার আমার লেখার তীব্র ইচ্ছা জাগল। কিন্তু আজ লিখতে গিয়ে দেখলাম সহজে ছন্দ আসছে না। তবুও আগের অভিজ্ঞতা থেকে দুইটি কবিতা প্রকাশ করেছি।
আমি যদিও আমার লেখা গুলো সংগ্রহ করতাম না কিন্তু আমার লেখা কিছু উক্তি আমি নিজেই পালন করার চেষ্টা করতাম। আজ সেই উক্তি গুলো থেকে একটি বলছি---
"আমি কেবল শিক্ষিত লোককেই মানুষ বলি না"